হযরত ওমর ফারুক রাযি. এর ফজিলত
হযরত ওমর ফারুক রাযি. এর ফজিলত
তাঁর অনেক বড় বড় ফজিলত রয়েছে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- আল্লাহ তা'আলা হক কথাকে হযরত ওমরের জবানে ও দিলে রেখেছেন। -মুসনাদে আহমাদঃ ৫/১৪৫, তিরমিযীঃ ২/২০৯
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- আমার পরে যদি কোনো নবী হতো, তাহলে ওমর হতো। -মুসনাদে আহমাদ : ৪/১৫৪, তিরমিযীঃ ২/২০৯
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন- আমি মানুষ ও জিন শয়তানকে দেখি ওমরের ভয়ে পালাতে থাকে।
-তিরমিযী: ২/২১০
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমাদের পূর্ববর্তী উম্মতের মাঝে মুহাদ্দিস হতো। যদি এ উম্মতের কেউ মুহাদ্দিস হতো তাহলে সে ওমর হতো। -বুখারী শরীফ, হাদিস: ৩৪৮৬
হযরত আলী ইবনে আবূ তালিব রাযি. বলেন- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবূ বকর। এরপর ওমর রাযি.। -বুখারী শরীফ, হাদিস: ৩৪৬৮
যে সকল ক্ষেত্রে হযরত ওমর রাযি. সর্বপ্রথম
স্পষ্ট ঘোষণা দিয়ে প্রথম হিজরতকারী।
'আমীরুল মু'মিনীন' উপাধীতে সর্বপ্রথম ভূষিত।
হিজরি সনের প্রবর্তক।
রমজানে তারাবীহ নামাজের প্রথম জামাত অনুষ্ঠানকারী।
কুরআনে কারীম সংকলনের প্রথম পরামর্শদাতা।
স্বীয় নিরাপত্তাকর্মীকে সর্বপ্রথম পুরস্কার দাতা।
Enter
অক্ষম ও বৃদ্ধ জিম্মীদের থেকে রাষ্ট্রীয় কর প্রথম ক্ষমাকারী।
যিম্মীদের জন্য সর্বপ্রথম নিদর্শন নির্ধারণকারী।
সেনাবাহিনীতে ভর্তি হওয়া প্রথম আবশ্যককারী।
সৈন্যদের সাথে কাজী ও পথ প্রদর্শকদেরকে সর্ব প্রথম জিহাদের ময়দানে প্রেরণকারী।
লিখিত আকারে সর্বপ্রথম বিধি-বিধান প্রচারকারী।
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের জন্য সর্বপ্রথম পরামর্শ সভার আয়োজনকারী।
প্রজাদের খোঁজ খবর জানার জন্য রাতের বেলায় বিচরণকারী প্রথম শাসক।
কর্মচারীদের বেতন-ভাতার জন্য সর্বপ্রথম রেজিষ্টার ব্যবহারকারী।
সর্বপ্রথম মেহমানখানা নির্মাণকারী।
এগুলো ছাড়াও তাঁর অগ্রগামীতার অনেক বিষয় রয়েছে। যা এখানে উল্লেখ করা হলো না।
No comments