Translate

হযরত ওমর রাযি. এর ইন্তিকাল

 হযরত ওমর রাযি. এর ইন্তিকাল

হযরত মুগীরা ইবনে শু'বা রাযি.-এর গোলাম আবু লু'লু' ফজরের নামাজের সময় মসজিদের দরজায় তাঁকে খঞ্জরাঘাত করে। এরপর তিন দিন জীবিত থাকার পর তিনি ইন্তিকাল করেন। তাঁর দুই বন্ধু; নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর রাযি.-এর পাশে তাঁকে দাফন করা হয়।

No comments

Theme images by Storman. Powered by Blogger.