চারটি জিনিস নবীগণের কাছে প্রিয়
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- عَنْ أَيَا أَبَوْبِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَيُرْوَى الحنان والتعطر والسواك والنكاح অনুবাদ- হযরত আবু হুরায়রা রাখি, থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- চারটি জিনিস অধিকাংশ নবীদের আদর্শ ছিল। [১] লজ্জা- কোন কোন বর্ণনায় লজ্জার পরিবর্তে খৎনা করার কথা উল্লেখ রয়েছে। [২] সুগন্ধি ব্যবহার করা। (৩) মেসওয়াক করা এবং (৪) বিবাহ করা। মেসওয়াক সকল নবীর সুন্নাত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- عَنْ عَائِشَةَ رَمِنَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإعفاء اللحية والسواك واستنشاق الماء وقض الأَنفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَلَتَفُ الإِبْطِ অনুবাদ- হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি وعَلَى الْعَالَةِ وَالْعِقَاسُ الْمَاءِ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত। [১] গোঁফ ছোট করা, (২) দাড়ি লম্বা করা, (৩) মেসওয়াক করা, [৪] নাকে পানি দেয়া, (৫) নখ কাটা, [৬] আঙ্গুলের গিরাসমূহ ধোয়া, (৭) বগলের পশম উপড়ে ফেলা, (৮) নাভির নীচের পশম কাটা, (৯) পানি দ্বারা ইস্তিঞ্জা করা (রাবী বলেন- সম্ভবত দশম আমলাট কুলি করা।।
No comments