মেসওয়াকের নিয়ম, জরুরি মাসায়েল ও ফযীলত
মেসওয়াকের নিয়ম, জরুরি মাসায়েল ও ফযীলত
৬২. ফাতাওয়া দারুল উলুম খণ্ড-১, পৃষ্ঠা-২৯৫, আপকে মাসায়েল। খ০-২, পৃষ্ঠা-৩৩২
Enter
Adrian
Enter
Adrian
মেসওয়াকের নিয়ম, জরুরি মাসায়েল ও ফযীলত
তাছাড়া মেসওয়াক করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং মৃত্যুর সময় কালিমা নসীব হয়।
হাদীসের আলোকে মেসওয়াক
মেসওয়াকের ফযীলত ও গুরুত্ব
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
لَوْلَا أَنْ أَشْقَ عَلَى أُمَّتِي
أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسَّوَاكِ مَعَ كُلِّ صَلَاةٍ
অনুবাদ- হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত আছে যে,
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
যদি আমার উম্মতের উপর অথবা তিনি বলেছেন,
লোকদের উপর বেশি কঠিন মনে না করতাম, অর্থাৎ, ফরয হয়ে
৫৯. রদ্দুল মুহতার: খণ্ড-১, পৃষ্ঠা-৮৬,
ফাতাওয়া দারুল উলুম খ০-১, পৃষ্ঠা-৯৮
৬০. ফাতাওয়া আলমগীরী: খণ্ড-১, পৃষ্ঠা-১২
, ফাতাওয়া দারুল উলুম খণ্ড-১, পৃষ্ঠা-১০৬
৬১. ফাতাওয়া দারুল উলুম খণ্ড-১, পৃষ্ঠা-১৩৬
৬২. ফাতাওয়া দারুল উলুম খণ্ড-১, পৃষ্ঠা-২৯৫,
আপকে মাসায়েল। খ০-২, পৃষ্ঠা-৩৩২
Enter
Adrian
দলীলসহ নবীজী সা.-এর প্রিয় সুন্নাত ৫০
৮২. ফাতাওয়া শামী, আহসানুল ফাতাওয়া, আহকামে যিন্দেগী, ফাযায়েলে মেসওয়াক
তিব্বে নববী ইতাদি গ্রন্থ থেকে সংকলিত।
Enter
Adrian
Enter
Adrian
দলীলসহ নবীজী সা.-এর প্রিয় সুন্নাত ৫০
৮২. ফাতাওয়া শামী, আহসানুল ফাতাওয়া, আহকামে যিন্দেগী, ফাযায়েলে মেসওয়াক,
তিব্বে নববী ইতাদি গ্রন্থ থেকে সংকলিত।
Enter
Adrian
মেসওয়াক করব- (নাউযুবিল্লাহ)। তারপর সে নিজ নিতম্বে ঘষে তার শপথ পূর্ণ করলো।
সুন্নাতে নববীর সাথে এ ধরনের চরম বেয়াদবীর কারণে কুদরতী তাবে
কিছুদিন পর তার পেট ব্যাথা শুরু হলো। অনেক চিকিৎসার পরও তার রোগের
কোনো উপশম হলো না। পরিশেষে সে অস্থির ও পাগলের ন্যায় আচরণ করতে থাকে।
কিছুদিন পর তার পেট থেকে ইদুরের ন্যায় এক জানোয়ার জন্ম নেয়।
তার চার পা ও লেজ ছিলো, আর তার মুখটি ছিলো মাছের মতো।
প্রাণীটি জন্ম নেয়ার পর তিনটি চিৎকার দেয়। তারপর তার মেয়ে এসে
ঐ প্রাণীটিকে মেরে ফেলে। এবার ঐ বেয়াদব বলতে থাকে-
এ জন্তুটিই আমার পেটের সব নাড়িভুড়ি কেটে খেয়ে ফেলেছে।
এ ঘটনার তিনদিন পর লোকটি মারা যায়।
এ ঘটনাটি বসরার ওলামা ও খতীব সাহেবগণ স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
No comments