Translate

নবী সা. মুমূর্ষ অবস্থায়ও মেসওয়াক করতেন!

নবী সা. মুমূর্ষ অবস্থায়ও মেসওয়াক করতেন!

 

عَنْ عَائِشَةَ رَضى اللهُ عَنْهَا قَالَتْ دَخَلَ عَبْدُ الرَّحْمَنُ بن أَبِي بَكْرٍ وَمَعَهُ سِوَاهُ يَسْتَنُ بِهِ فَلَهُ

إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهُ أَعْطِين هَذَا السَّوَاكَ يَا عَبْدَ الرَّحْمَنِ فَأَعْطَانِيهِ نقسمْتُهُ ثُم منعتُهُ، فَأَعْمَيْتُهُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَنَ بِهِ وَهُوَ مُسْتَشِينَ إِلَى صَدْرِي অনুবাদ- হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন- আব্দুর রহমান ইবনে আবু বকর রাযি, আয়েশা রাযি.-এর ভ্রাতা) একটি মেসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে নবী সা.-এর মুমূর্ষ অবস্থায় তাঁর ঘরে) প্রবেশ করলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। [আয়েশা রাযি. বলেন) আমি তাঁকে বললাম, হে আব্দুর রহমান। মেসওয়াকটি আমাকে দাও। সে আমাকে দিয়ে দিল। অতঃপর আমি ব্যবহৃত অংশ ভেঙ্গে ফেলে তা চিবিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়ে তা দ্বারা মেসওয়াক করলেন। আর এটা ছিল নবী সা.-এর ইন্তিকালের পূর্বের ঘটনা)। মেসওয়াক ঈমানের অর্ধেক হযরত হাসসান রাযি. থেকে বর্ণিত- عَنْ حَسَّانِ بْنِ عَطِيَّةُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ السّوَاكُ نِصْفُ الْإِيْمَانِ وَالْوَضُوءُ نِصْفُ الْإِيْمَانِ অনুবাদ- হযরত হাসসান ইবনে আতিয়্যা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন- মেসওয়াক হচ্ছে ঈমানের অর্ধেক এবং অজু করাও ঈমানের অর্ধেক। ৭১. সহীহ বুখারী: হাদীস-৮৮৯ ৭২. ফাযায়েলে মেসওয়াক: পৃষ্ঠা-৫২ ৭৩. সহীহ বুখারী: হাদীস-৮৯০
৭৪. ফাযায়েলে মেসওয়াক: পৃষ্ঠা-৬০

No comments

Theme images by Storman. Powered by Blogger.