Translate

২৭ রমজান রাত

২৭ রমজান রাত



০৬-০৪-২০২৪(২৭ রমজান রাত)

সালাত আদায় করছিলাম। এরই মাঝে বিদ্যুৎ চলে যায়। তবুও সালাত চালিয়ে যাচ্ছি। মা ও সালাত আদায় করছিলেন। আমার ঘরেই টেবিল ফ্যান চার্জে দেওয়া। মা আসলেন আমার ঘরে। আমার মনে হয়েছিলো মা'র বুঝি গরম লাগছে তাই ফ্যানটা নিতে আসছেন।
সালাতে দাড়ানো অবস্থায় বেশ গরম লাগছিলো বটে। হুট করে বাতাস লাগলো গায়ে! বুঝতে বাকি রইলো না, মা'ই ফ্যানটা ওন করে আমার দিকে ফিরিয়ে দিয়েছেন। চোখে জল চলে এলো। আমার মায়ের গরমে কষ্ট হয়। যেখানে আমরা একটু গরম সহ্য করার ক্ষমতা রাখি, সেখানে মায়ের শরীরগত কারনে গরম বেশীই লাগে। অতচ তিনি এই গরমটাকে উপেক্ষা করে কি সুন্দর আমার কষ্টের দিকে তাকালেন।
মাথায় এলো রব তো আমাদেরকে মায়ের থেকেও অনেক বেশী ভালোবাসেন। সালাতানবত অবস্থায় যখন গরম লাগছিলো, মনে মনে নিশ্চয়ই চাইছিলাম বিদুৎ চলে আসুক! সেই মনের কথাকে মহান রব শুধু ক্ববুলই করেন নি, মায়ের দ্বারা সেটাকে বাস্তবায়নও করেছেন। সুবহানাল্লাহ্।
এখান থেকে তিনটা জিনিস শিখতে পারলাম!
১. আমরা মনে মনে কি চাই সেটা মুখ ফুটে বলার আগেই মহান রব ক্ববুল করেন।
২. আমরা যা চাই সেটা সেভাবে নাও হতে পারে, কিন্তু রবের পক্ষ থেকে যেভাবে হবে সেটাই উত্তম।(যেমন:আমি চাইছিলাম বিদুৎ চলে আসুক। কিন্তু হলো অন্যটা)
৩. রবের অসীম ভালোবাসা, যা রব মায়ের মাধ্যমে দেখালেন।
"ইয়া রব্ব! তুমি পৃথিবীর বুকে থাকা প্রতিটি মা'কে জান্নাতুল ফেরদৌসের স্ব-উঁচ্ছ মর্যাদা দান করো।"
"হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন।"(১৭:২৪)
আমিন 💚
May be an image of text that says 'আজ আমাদের থেকে বিদায় নিল তারাবীহ বিদায় নেবার অপেক্ষায় আছে রমজান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন! আমিন!! iti-kotha.com'

No comments

Theme images by Storman. Powered by Blogger.