রাসূল সা. রাতে ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন
রাসূল সা. রাতে ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- عن حذيفة من الله عنه قال كان النبي صلى الله عليهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشْوَضُ فَان অনুবাদ- হযরত হুযায়ফা রাষি থেকে বর্ণিত, তিনি বলেন- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন দাঁত মেজে মুখ পরিস্কার করে নিতেন। সফরে মেসওয়াক সঙ্গে নিতে হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- اللهُ عَنْهَا قَالَتْ كَانَ إِذَا سَافَرَ حَمَلَ السَّوَاكَ وَالْقَارُورَة وَالْمُشْةَ وَالْبِالْعَلة. عَنْ عَائِشَةَ رَضِيَ অনুবাদ- হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সফরে বের হওয়ার ইচ্ছা করতেন, তখন মেসওয়াক/ পেশারপাত্র [ঢিলা-কুলুপ), চিরুনী, সুরমাদানী ও আয়না তাঁর সঙ্গে নিতেন।"
No comments