ওমর ফারুক রাযি: -র নবীজী সা.-এর দোয়া লাভ
ওমর ফারুক রাযি. ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য দোয়া করেছিলেন; হে আল্লাহ! আবূ জাহেল বিন হিশাম অথবা ওমর ইনবুল খাত্তাব এ দু'জনের মধ্য হতে যাকে আপনি পছন্দ করেন, তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ তা'আলা হযরত ওমর ফারুক রাযি.কে পছন্দ করলেন। -তিরমিযী শরীফ: ২/২০৯ওমর ফারুক রাযি: -র নবীজী সা.-এর দোয়া লাভ
No comments