উমরের যুগের একজন অন্ধ বৃদ্ধা
একজন অন্ধ বৃদ্ধা
ঘটনা : ৪ [একজন অন্ধ বৃদ্ধা]
মদিনা মুনাওয়ারার কিছু দূরে ছোট একটি ঘর ছিলো। সে ঘরে বাস করতো একজন অন্ধ বৃদ্ধা। বৃদ্ধার সম্পদ ছিলো একটি বালতি, একটি বকরি, খেজুর পাতার একটি চাটাই। এছাড়া আর তেমন কিছুই ছিলো না তার।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি, সেই অন্ধ বৃদ্ধার খেদমত করতেন। প্রতি রাতে গিয়ে বৃদ্ধার ঘর ঝাড়ু দিতেন। পানির ব্যবস্থা করতেন। তার কোনো প্রয়োজন আছে কি না তা শুনতেন এবং তা পুরা করে দিতেন।
দীর্ঘদিন যাবত তিনি এভাবে সেবা করে আসছেন। হঠাৎ একরাতে গিয়ে দেখেন, বৃদ্ধার সব কাজ গোছানো। ঘর-দরজা পরিপাটি, তিনি বুঝে গেলেন যে, তাঁর পূর্বে কেউ এসে তা করে গেছে। পরপর কয়েকদিন তিনি একই অবস্থা দেখতে পেলেন। কিন্তু কে আসেন তা জানতে পারলেন না। তাই একরাতে সেই বাড়ির এক জায়গায় লুকিয়ে রইলেন। কে আসেন, তা দেখার জন্য। দেখলেন, গভীর রাতে একলোক এসে দরজায় শব্দ করে ভিতরে প্রবেশ করলেন। খেয়াল করে দেখলেন তিনি হযরত আবূ বকর রাযি.। তিনি তখনকার মুসলমানদের খলিফা ছিলেন। ওমর রাযি. এর সামনে আসল রহস্য খুলে গেলো। তিনি গোপন জায়গা হতে বের হয়ে আসলেন। আশ্চর্যের
Enter
Tuhin
সাথে বললেন, আবূ বকর! খোদার কসম! আপনিই মুসলমানদের খলিফা হতে পারেন। আপনিই মুসলমানদের দায়িত্বশীল হতে পারেন।
-মুনতাখাবুল কানয: ৪/৩৪৭
No comments