মেসওয়াক করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়
মেসওয়াক করলে স্মরণশক্তি বৃদ্ধি পায় عَنْ عَلَيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ السَّوَاكُ يَزِيدُ فِي الْحِفْظِ وَيَذْهَبْ الْبَلْغَمَ . অনুবাদ- হযরত আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন- মেসওয়াক করার দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং কফ দূর হয়ে যায়। মহিলাদের জন্যও মেসওয়াক করা জরুরি عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَيُعْطِينِي السَّوَاكَ الأَغْسِلَهُ فَأَبْدَأُ بِهِ فَأَسْتَاكَ ثُمَّ أَغْسِلُهُ وَأَدْفَعُهُ إِلَيْهِ অনুবাদ- হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার পর তা ধোয়ার জন্য আমার কাছে দিতেন। আমি (হাতে নিয়ে) প্রথমে সেটা ব্যবহার করতাম, তারপর ধুয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দিতাম।
No comments