মেসওয়াক করার নিয়ম ও আদবসমূহ
[১] মেসওয়াক ডান দিক থেকে আরম্ভ করবে।
[২] প্রথমে উপরের চোয়ালের ডান দিকে, তারপর বাম দিকে করবে।
এরপর নিচের চোয়ালের ডান দিকে, তারপর বাম দিকে মেসওয়াক করবে। তারপর
ভিতরের দিকে ঘর্ষণ করবে।
[৩] কমপক্ষে তিনবার ঘর্ষণ করবে এবং প্রতিবারই নতুন পানি নিবে।
[৪] মেসওয়াক করার সময় বেজোড় সংখ্যার প্রতি খেয়াল রাখবে।
[৫] দাঁতের অগ্রভাগে, উপরে ও নিচের তালুর অগ্রভাগে এবং জিহ্বার
উপরিভাগেও মেসওয়াক করা উত্তম।
(৬) শুয়ে শুয়ে মেসওয়াক করা নিষেধ।
[৭] মেসওয়াক করার পর ধুয়ে খাড়া করে রাখা উত্তম।
[৮] মেসওয়াক করার সময় তা চোষা নিষেধ।
[৯] পায়খানায় প্রবেশ করে মেসওয়াক করা মাকরূহ।
[১০] মেসওয়াক দুই দিক থেকে ব্যবহার করা নিষেধ।
[১১] মসজিদের ভিতরে মেসওয়াক না করাই উত্তম। কেননা, এতে মসজিদের পরিবেশ নষ্ট হয়, ইত্যাদি। ৮১
No comments