Translate

মেসওয়াক করার নিয়ত ও দু'আসমূহ

 মেসওয়াক করার নিয়ত ও দু'আসমূহ

[১] মেসওয়াক শুরু করার পূর্বে পবিত্রতার নিয়ত করা উত্তম। [২] মেসওয়াক শুরু করার পূর্বে ভিজিয়ে নেয়া উত্তম। [৩] বিসমিল্লাহ বলে মেসওয়াক আরম্ভ করা উত্তম। [৪] মেসওয়াক শুরু করার পূর্বে নিম্নোক্ত দু'আ পড়া মুস্তাহাব- اللَّهُمَّ طَهِّرْ فَمِنْ وَنَوْرُ قَلْبِي وَظَهِرُ بَدَنِي وَحَرِّمْ جَسَدِى عَلَى النَّارِ অনুবাদ- হে আল্লাহ। আমার মুখ পবিত্র করে দিন, আমার কূলব নূরানী করে দিন, আমার শরীর পরিচ্ছন্ন করে দিন এবং আমার দেহকে (জাহান্নামের) আগুনের উপর হারাম করে দিন।৮০ (৫) তাছাড়া নিম্নোক্ত দু'আ পড়াও মুস্তাহাব- بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اجْعَلْ سِوَاى هُذَا مَحِيْصًا لِذُنُوبِ وَ مَرْضَاةٌ لَكَ وَ بَيِّضُ بِهِ وَجْهِي كَمَا بَيْشْتَ استاني অনুবাদ- হে আল্লাহ! এই মেসওয়াক আমার গুনাহ মাফ ও তোমার সন্তুষ্টি লাভের মাধ্যম বানিয়ে দিন, আর আমার চেহারাকে তেমনিভাবে উজ্জ্বল করে দিন যেমনিভাবে আমার দন্তসমূহকে উজ্জ্বল করে দিয়েছেন।

No comments

Theme images by Storman. Powered by Blogger.