মেসওয়াকের উপকারিতা
মেসওয়াকের উপকারিতা মেসওয়াকের বহু ফযীলত ও উপকারিতা রয়েছে। যথা- স: আল্লাহর সন্তুষ্টি লাভ হয়।
২৮ প্রিয় নবীর সুন্নাত আদায় হয়।
ফেরেশতাগণ খুশী হন।
নামাযে সওয়াব বেশি হয়।
দাঁতের সবুজ রং দূর হয়।
একা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
দাঁতের মাড়ি শক্ত হয়।
[৮] মুখ পরিস্কার হয়।
(৯) মুখের কফ দূর হয়।
১০া পাকস্থলী ঠিক হয়।
১১) আত্মা ও কলব নূরানী হয়।
১২) চেহারায় জ্যোতি বৃদ্ধি পায়।
(১৩) হজম শক্তি বৃদ্ধি পায়।
[১৪] অধিক সন্তান জন্ম নেয়।
(১৫) মুখের দুর্গন্ধ দূর হয়।
১৬) মেধাশক্তি বৃদ্ধি পায়।
১৭) শরীরের রোগ দূর হয়।
১৮) যৌনশক্তি বৃদ্ধি পায়।
১৯া মেসওয়াককারীর জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়।
২০) জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়।
[২১] আমলনামা ডান হাতে দেয়া হবে।
[২২] পুলসিরাত সহজে পার হওয়া যাবে।
[২৩] নবী-রাসূলগণ তার জন্য ক্ষমার দু'আ করেছেন।
[২৪] শয়তান তার নিকট থেকে বিতাড়িত হয়।
(২৫) বার্ধক্য বিলম্বে আসে।
[২৬] পিঠ মজবুত হয়।
[২৭] প্রয়োজন পূর্ণ হতে সাহায্য করে।
[২৮] মৃত্যুর সময় কালিমা নসীব হবে।**
No comments