হযরত খাওলা বিনতে ছা'লাবা রাযি.-এর মর্যাদা
হযরত খাওলা বিনতে ছা'লাবা রাযি.-এর মর্যাদা
ঘটনা: ১ [হযরত খাওলা বিনতে ছা'লাবা রাযি.-এর মর্যাদা
কালের দুর্যোগে বিপদগ্রস্ত বৃদ্ধা এক নারী, লাঠি হাতে রাস্তার সন্ধানে ঘুরছেন। একই রাস্তায় আসছিলেন আমীরুল মু'মিনীন হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি., সাথে আরো কয়েকজন কুরাইশী লোক ছিলেন। কাছাকাছি হওয়ার পর মহিলা হযরত ওমর রাযি. এর পথ রোধ করলো। তাঁকে রাস্তার এক পাশে নিয়ে গেলো। তিনিও মহিলার কাছে গেলেন। সে কিছু বলবে, তাই তিনি তার দিকে কান পেতে দিলেন। দীর্ঘক্ষণ মহিলার ক্ষীণস্বরের কথা কান পেতে শুনলেন। কথা শেষে তিনি মহিলাকে কিছু বলে ফিরে আসলেন কুরাইশী সাথীদের কাছে। তারা এতক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এদের একজন বললো- আমীরুল মু'মিনীন! আপনি একজন বৃদ্ধা নারীর কথা দীর্ঘক্ষণ শুনে আমাদেরকে দাঁড় করিয়ে রাখলেন? হযরত ওমর রাযি. বললেন, ধ্বংস তোমার! তুমি কি জান এ নারী কে? সে বললো, না, আমি জানি না। হযরত ওমর রাযি. বললেন, সে হলো ঐ নারী যার অভিযোগ সপ্তম আকাশে গিয়ে পৌছে। তার নাম হলো খাওলা বিনতে ছা'লাবা রাযি.। খোদার কসম! যদি সে সারা রাত আমাকে আটকে রাখতো, তবু আমি ফিরে আসতাম না। -সুনানে দারেমী: ২৬
No comments