মেসওয়াকের পরিমাণ জেনে নিন
মেসওয়াকের পরিমাণ [১] মেসওয়াক কনিষ্ঠা আঙ্গুলের ন্যায় মোটা হওয়া উচিত। [২] মেসওয়াকের ডাল কাঁচা হওয়া উত্তম। (৩) মেসওয়াকের ডাল নরম হওয়া উত্তম। [৪] মেসওয়াকের ডালের গিরা কম হওয়া উত্তম। [৫] শুরুতে এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উত্তম। (তবে ব্যবহার করতে করতে যদি এক বিঘতের কমে চলে আসে তাহলেও কোন অসুবিধা নেই)। ৭৮ ✓ মেসওয়াক ধরার নিয়ম [১] মেসওয়াক ডান হাতে ধরা মুস্তাহাব। [২] মেসওয়াক বাম হাতে ধরা নিষেধ। [৩] কনিষ্ঠা আঙ্গুল মেসওয়াকের নিচে, বৃদ্ধা আঙ্গুল উপরের দিকে এবং অবশিষ্ট আঙ্গুলগুলো মেসওয়াকের মাঝখানে রাখা উত্তম।
No comments