আল কুরআনের ৩টি অনিন্দ্য সুন্দর উপদেশ!
আল কুরআনের ৩টি অনিন্দ্য সুন্দর উপদেশ!
১. সবর করো, অভিযোগ ছাড়া,
২. ক্ষমা করো, ভর্ৎসনা ছাড়া,
৩. বিশেষ কারণে কাউকে এড়িয়ে চলো, কষ্ট না দিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
فاصبر صبرا جميلا
অতএব, আপনি সবর করুন সুন্দর সবর। ( সূরা মাআরিজ:০৫)
فاصفح الصفح الجميل
অতএব, ক্ষমা করুন সুন্দর ক্ষমা। (সূরা আল হিজর:৮৫)।
واهجرهم هجرا جميلا
এবং তাদেরকে উপেক্ষা করুন সুন্দর উপেক্ষা।
(আল-মুজ্জাম্মিল:১০)
আসুন রমাদানের বিদায় কালে আমরা এই তিনটি গুন নিজেদের মাঝে আয়ত্ব করে নেই। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।
Follow Us:Iti-kotha.com
No comments